আইটি ল্যাব সলিউশন্সের তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • IT Lab Solutions Ltd.
  • activities
  • আইটি ল্যাব সলিউশন্সের তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গত ২৮ মার্চ ২০১৬ সিলেটের স্বনামধন্য তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটি সেমিনার নগরীর পিপার্স রেস্টুরেন্ট-এ আয়োজন করে।

“শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্যপ্রযুক্তি নির্ভর হওয়ার প্রতিকূলতা ও এর সমাধান” শীর্ষক আয়োজিত এই সভায় বালাগঞ্জ ডি.এন.মডেল উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার আদর্শ হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী স্কুল, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়,  চারখাই উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ আবুল হক স্মৃতি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ, পুরান বাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়, ফারিজা খাতুন উচ্চ বিদ্যালয়, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়, সিরাজ  উদ্দিন আহমেদ একাডেমী, শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় ও রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট ব্যবহারের সুবিধা এবং সুফল বিষয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ওয়েবসাইট ব্যবহারে তাঁদের বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। উক্ত সেমিনারে আইটি ল্যাব সলিউশন্স এর পক্ষ থেকে এসব সমস্যার সমাধান এবং নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে আরো সহজতর করা যায় এই বিষয়ের উপরও আলোকপাত করা হয়।

সেমিনারের দ্বিতীয় পর্বে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে স্বয়ংক্রিয় করার লক্ষে নিজেদের তৈরি করা সফটওয়্যার “পাঠশালা” এর বিভিন্ন বৈশিষ্ট্য, এটি ব্যবহারের সুবিধা ও বিধি প্রদর্শিত হয়। সেমিনারে উপস্থিত শিক্ষকমণ্ডলী এই সফটওয়ারের ভূয়সী প্রশংসা করেন এবং প্রত্যেকে তাঁদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে উন্নীত করতে সফটওয়্যারটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।

On March 28, 2016, IT Lab Solutions Limited, a renowned information technology based organization of Sylhet, organized a seminar on information and technology with the teachers of various educational institutions of Sylhet at Pepper’s Restaurant in the city.

In this meeting titled “Difficulties of Information Technology Dependence of Educational Institutions and its Solutions”, Balaganj D.N. Model High School, Goalabazar Adarsh ​​High School, Pathantula Bipakshik High School, Border Guard Public School and College Sylhet, Natural Gas Fertilizer Factory School, Kanighat Govt. High School, Charkhai High School,Gobindganj Abul Haque Smriti College, Fenchuganj Degree College, Puran Bazar Public Model High School, Government Pioneer Girls High School and College, Sirajul Islam Alim Madrasa, North Kushiara High School, Fariza Khatun High School, Qasim Ali Model High School,Jagannathpur Government Girls High School, Goalabazar Adarsh ​​Mahila Degree College, Sadrunnessa High School, Siraj Uddin Ahmed Academy, Shahjalal Adarsh ​​High School and Rasmoy High School ‘s head teachers were present in seminar.The event was held in two phases. In the first part, the advantages and benefits of using websites of educational institutions are discussed. The teachers of different schools present in it highlighted their various problems and limitations in using the website. In the said seminar, solutions to these problems and various aspects were discussed on behalf of IT Lab Solutions. Besides, how to facilitate the use of information technology in educational institutions is also highlighted.

In the second part of the seminar, various features of the software “PATHSHALA” developed by IT Lab Solutions Limited to automate educational institutions, its benefits and rules are displayed. The faculty present in the seminar highly appreciated the software and expressed their interest in using the software to upgrade their respective educational institutions to IT-based institutions.

 


Leave A Comment

We work with a passion of taking challenges and creating new ones in IT sector.

159 Anabil, Dhopadighir Par, Sylhet,Bangladesh
itlslhelpdesk@gmail.com
(9am - 05 pm)
macbook onarım - www.quitsoft.com - mersin eskort - eskort - web tasarım - loodgieter rotterdam